ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইসলাম

প্রিন্সেস মাদাবির জানাজা মসজিদে হারামে অনুষ্ঠিত

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
প্রিন্সেস মাদাবির জানাজা মসজিদে হারামে অনুষ্ঠিত প্রিন্সেস মাদাবির জানাজা মসজিদে হারামে অনুষ্ঠিত

সৌদি প্রিন্সেস মাদাবি বিনতে আবদুল আজিজ আল সৌদ (Princess Madawe bint Abdulaziz Al Saud) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) তিনি ইন্তেকাল করেন। ওইদিন এশার নামাজের পর মসজিদে হারামে তারা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

 

জানাজার নামাজে মসজিদে হারামের ইমাম শায়েখ গামেদি ইমামতি করেন। জানাজায় সৌদি রাজ পরিবারের সদস্য, মক্কার গভর্নর ও মসজিদে হারামের অন্য ইমামরা অংশ নেন।  

জানাজার পর রাতেই তাকে মক্কার কবরস্থানে দাফন করা হয়।  

সৌদি প্রিন্সেস মাদাবির ইন্তেকালে শোকাবহ অবস্থা বিরাজ করছে পুরো রাজ পরিবারে। তার রুহের মাগফিরাত কামনায় মক্কা-মদিনার মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।