ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মসজিদে নববীতে নবীর মেহরাবে ২৫ বছর পর নামাজ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
মসজিদে নববীতে নবীর মেহরাবে ২৫ বছর পর নামাজ শুরু মসজিদে নববীতে নবীর মেহরাবে ২৫ বছর পর নামাজ শুরু

মদিনা মোনাওয়ারা থেকে: মসজিদে নববীতে হজরত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব দীর্ঘ ২৫ বছর বন্ধ থাকার পর শুক্রবার (৮ নভেম্বর) জুমার নামাজের মাধ্যমে পূনরায় উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

মসজিদে নববীতে আজ জুমার খুতবা দেবেন শায়খ ড. আবদুল্লাহ আল বুআইজান।

পঁচিশ বছর পূর্বে ১৪১৪ হিজরির ৩০ রমজানের বেতরের নামাজে রওজা শরিফে (রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান) অবস্থিত  হজরত রাসূলুল্লাহ (সা.)-এর এই মেহরাবে দাঁড়িয়ে সর্বশেষ ইমামতি করেন শায়খ ড. আবদুর রহমান আল হুজাইফি।

এর পর মেহরাবটি মসজিদে নববীর সম্প্রসারণ কাজের জন্য বন্ধ করে দেওয়া হয়।

সূত্রমতে, পরীক্ষামূলকভাবে আজকে মেহরাবটি খোলা হচ্ছে। সার্বিক অবস্থা পর্যালোচনা ও বিবেচনার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।