ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

সিলেটের প্রখ্যাত আলেম আল্লামা বরকতপুরীর জানাজা সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
সিলেটের প্রখ্যাত আলেম আল্লামা বরকতপুরীর জানাজা সম্পন্ন সিলেটের প্রখ্যাত আলেম আল্লামা বরকতপুরীর জানাজা সম্পন্ন

সিলেট: দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, দেশ বরেণ্য আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের উস্তাদ, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের (সিলেট কওমি মাদরাসা শিক্ষা বোর্ড) মহাসচিব আল্লামা আবদুল বাছিত বরকতপুরীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) বেলা আড়াইটায় সিলেট আলিয়া মাদরাসা ময়দানে জানাজার নামাজ  অনুষ্ঠিত হয়।

লাখো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মরহুমের  দ্বিতীয় ছেলে মাওলানা মোহাম্মদ উনাইস।

 

জানাজা শেষে মরহুমের মরদেহ গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরের বরকতপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাবে দাফন করা হবে।  

জানাজার পূর্বে মরহুম আল্লামা আবদুল বাছিত বরকতপুরীর কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন- সিলেটের বিয়ানীবাজার আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসার মুহতামিম হজরত মাওলানা জিয়া উদ্দিন, বরকতপুরীর দীর্ঘদিনের সহকর্মী মাওলানা মুহিবুল হক গাছবাড়ি, মরহুমের সাত ছেলের পক্ষে বক্তব্য রাখেন দ্বিতীয় ছেলে মাওলানা উনাইস, জামাতা হাফেজ মাওলানা সালেহ আহমদ, চট্টগ্রাম থেকে আগত মাওলানা ফুরকান উল্লাহ খলিল,  হজরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মাওলানা অ্যাডভোকেট আবদুর রকিব, মরহুমের মামাতো ভাই হাফেজ মাওলানা আবদুল হাই হারুন, প্যানেল মেয়র কয়েস লোদী, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা মখলিছুর রহমান কিয়ামপুরী, মাওলানা মহিউল ইসলাম ও অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা প্রমুখ।

বৃহত্তর সিলেটের কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা মাওলানা আবদুল বাছিত বরকতপুরী শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।  

জীবদ্দশায় তিনি সিলেট দরগাহ মাদরাসায় এক যুগেরও বেশি সময় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া সিলেট নগরের বারুতখানা মহিলা মাদরাসার মুহতামিম  হিসেবে দায়িত্ব পালন করেছেন মৃত্যুর আগ পর্যন্ত।  

আল্লামা আবদুল বাছিত বরকতপুরী সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরের বরকতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।  

মৃত্যুকালে তিনি সাত পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এনইউ/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।