ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

কসবায় পবিত্র কোরআনের ভাস্কর্য নির্মাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
কসবায় পবিত্র কোরআনের ভাস্কর্য নির্মাণ কসবায় পবিত্র কোরআনের ভাস্কর্য নির্মাণ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের আড়াইবাড়ি কদমতলা তিন রাস্তার মোড়ে দেশের প্রথম কোরআন ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর আগে বাংলাদেশের কোথাও আর এমন ভাস্কর্য নির্মাণ করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী ভাস্কর কামরুল হাসান শিপন কোরআনের এই ভাস্কর্যটি নির্মাণ করেন।  

মক্কার প্রবেশদ্বারে পবিত্র কোরআনের আদলে নির্মিত তোরণ অনুসরণে ভাস্কর্যটি তৈরির কাজ চলছে।


কসবা পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েলের উদ্যোগে পৌরসভার অর্থায়নে কোরআনের ভাস্কর্যটি নিমার্ণ করা হচ্ছে
কসবা পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েলের উদ্যোগে পৌরসভার অর্থায়নে কোরআনের ভাস্কর্যটি নিমার্ণ করা হচ্ছে।  

মেয়র এমরান উদ্দিন জুয়েল বাংলানিউজকে জানান, ফাইবার গ্লাস দিয়ে ৮ ফুট প্রস্থ, ১৬ ফুট উচ্চতার ভাস্কর্যটি নির্মাণে খরচ হচ্ছে ১২ লাখ টাকা।  

তিনি আরও জানান, মুসলমান হিসাবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই এটা করা হচ্ছে। ভাস্কর্যের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।

আংশিক কাজ কিছুটা বাকি আছে। পুরোপুরি শেষ হলে ব্রাহ্মণবাড়িয়ার (কসবা-আখাউড়া)-৪ আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।  

কদমতলা মোড়ের নির্মিত বাংলাদেশের প্রথম কোরআনের ভাস্কর্যটি দেখতে এরই মধ্যে দূর-দুরান্তের থেকে মানুষ প্রতিদিন ভিড় করছেন।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।