বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ফজরের নামাজ বাদ আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হলেও দ্বিতীয় দিন শুক্রবার (২৬ জানুয়ারি) জুমার নামাজে লাখো মুসল্লি অংশ নেন।
বেলা ১টার মধ্যেই বরিশাল সদর উপজেলা পরিষদের পেছনে ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
বরিশাল নগরের স্থানীয় ও জেলার বিভিন্ন উপজেলার মুসল্লিদের পাশাপাশি ইজতেমায় ৬৩ জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন। যাদের মধ্যে সৌদি আরব, ফিলিস্তিন, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লি রয়েছেন।
বরিশালের ধর্মাদী মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হক জুমার নামাজে ইমামতি করেন।
আগামী শনিবার (২৭ জানুয়ারি) যোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।
এর আগে, ২০১৫ সালের ১০ ডিসেম্বরে প্রথমবারের মতো বরিশালে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এমএস/আরআর