ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ইসলাম

হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম সিলেটের ইফাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, ফেব্রুয়ারি ৭, ২০১৮
হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম সিলেটের ইফাজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে/ছবি: বাংলানিউজ

সিলেট: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় এবার হামদ-নাত বিষয়ে অঞ্চল পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে সিলেটের ইফাজ আল হোসেন।

ইফাজ ফেঞ্চুগঞ্জ উপজেলার সৈয়দ আফরোজ ফিরোজ একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র ও স্থানীয় রাজনপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক মো. দেলওয়ার হোসেন পাপ্পুর ছেলে।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিকেলে নগরীর রিকাবিবাজার কবি কাজি নজরুল ইসলাম অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

পাঁচটি জেলা নিয়ে গঠিত অঞ্চল পর্যায়ের এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি। এতে অঞ্চল পর্যায়ের ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে ইফাজ।

এসময় উপস্থিত ছিলেন-সিলেটের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল বর্মণ ও হবিগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।