ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ইন্দোনেশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো বোরকা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
ইন্দোনেশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো বোরকা ইন্দোনেশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো বোরকা

ইন্দোনেশিয়ার একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ছাত্রীদের বোরকা পরা নিষিদ্ধ করেছে।

অবশ্য বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত অযৌক্তিক বলে এর সমালোচনা করছে অনেকেই।  

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, জাভার ইয়োগাকার্তা শহরে অবস্থিত ‘দ্য স্টেট ইসলামিক ইউনিভার্সিটি’ তাদের ক্যাম্পাসে মৌলবাদী চিন্তা-চেতনাকে রুখতে এমন সিদ্ধান্ত নিয়েছে।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্যাস্পাসে বোরকা পরা ছাত্রী এবং মৌলবাদী দলগুলো সুস্থ শিক্ষাদানে বাধা সৃষ্টি করছে। এ কারণে নিয়মিত বোরকা অথবা নেকাব পরে এমন ৪১ জন স্নাতক ছাত্রীকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তে বলা হয়, তারা সবাই হিজাব পরতে পারবে, তবে নিজেদের মুখ ঢাকতে পারবে না।  

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সবার সঙ্গে আলাদা করে শলা-পরামর্শ করা হবে।

দ্য স্টেট ইসলামিক ইউনিভার্সিটির মতে, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের স্থানে বোরকা অথবা নেকাব না পরলে তেমন কোনো ক্ষতি হবে না।  

এদিকে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে প্রতিবাদ করেছে বিভিন্ন ইসলামিক দল। তাদের দাবী, বোরকা পরা হচ্ছে নারীর দায়িত্ব এবং এই সিদ্ধান্তের ফলে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া বিশ্বের বৃহৎ মুসলিম দেশ। আয়তনের দিক দিয়ে ইন্দোনেশিয়া বিশ্বের ষোলোতম বৃহৎ দেশ।  

ত্রয়োদশ শতাব্দীতে মুসলিমদের আগমন ঘটে ইন্দোনেশিয়ায়। উত্তর সুমাত্রা হয়ে ক্রমে মুসলমানরা ছড়িয়ে পড়ে হাজার হাজার মাইলের বিস্তৃত দেশটিতে।  

ষোড়শ শতাব্দীতে দেশটির প্রধান ধর্ম হয় ইসলাম। বর্তমানে মোট জনসংখ্যার ৮৬ দশমিক ১ শতাংশ মুসলিম।  

দেশটিতে প্রায় ৮ লাখ মসজিদ রয়েছে।  

-দ্য ইন্ডিপেন্ডেন্ট অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।