ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মিসরের অন্ধ বালক ৩ মাসে কোরআন মুখস্থ ও অনুবাদ শিখেছে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
মিসরের অন্ধ বালক ৩ মাসে কোরআন মুখস্থ ও অনুবাদ শিখেছে মিসরের অন্ধ বালক ৩ মাসে কোরআন মুখস্থ ও অনুবাদ শিখেছে

মিসরের ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয় মাত্র ৩ মাসে পবিত্র কোরআনের হেফজ সম্পন্নকারী এক অন্ধ হাফেজর সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিস্ময়কর এ অন্ধ বালক শুধু কোরআনে কারিম হেফজ করেছে তাই নয়, সে কোরআনে কারিমের ইংরেজি ও ফ্রান্স ভাষার অনুবাদও সু্ন্দরভাবে আয়ত্ব করতে সক্ষম হয়েছে।

ওই অন্ধ বালকের নাম হাফেজ আবদুল্লাহ আম্মার মুহাম্মদ আস সাইদ।

তার বয়স মাত্র ১০ বছর।  

আরব টিভি জানিয়েছে, অনুষ্ঠানে মিসরের ওয়াকফ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মুহাম্মদ মুখতার জুময়া উপস্থিত হয়ে হাফেজ আবদুল্লাহ আম্মার মুহাম্মদ আস সাইদকে অভিনন্দন জানান।  

এ সময় হাফেজ আবদুল্লাহর মা-বাবা ও আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।  

মিসরে সদ্য শেষ হওয়া ২৫তম আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় বিষয়টি সামনে আসে। ওই প্রতিযোগিতায় আবদুল্লাহ অংশ নিয়ে বিচারক ও দর্শকদের মন জয় করে।  

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হাফেজ আবদুল্লাহকে তার বাবা কোরআন হেফজ করতে সহযোগিতা করেছেন। তিনি আবদুল্লাহর জন্য ইংরেজি ও ফ্রান্স ভাষার দু’জন শিক্ষকও নিয়োগ দিয়েছেন।  

প্রখর মেধার অধিকারী হওয়ায় আবদুল্লাহ অল্পদিনেই সে এই দুই ভাষায় পুরো কোরআনের অনুবাদ শিখে ফেলে।  

হাফেজ আবদুল্লাহ পবিত্র কোরআনের পৃষ্ঠা অনুযায়ী আয়াত মুখস্থ করেছেন। অর্থাৎ কোরআনে কারিমের কোন পৃষ্ঠায় কোন সূরা এবং কত নম্বর আয়াত রয়েছে তা সে নির্দ্বিধায় বলে দিতে পারে।

দৃষ্টি প্রতিবন্ধী এই বালক তার পিতার অনুপ্রেরণায় কোরআনের হাঢেজ হয়েছে বলে জানান তার এক আত্মীয়।  

এদিকে আল আজহার বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক শায়খ ড. আহমদ তৈয়ব বলেছেন, এখন থেকে এই বিস্ময়বালকের পুরো শিক্ষার খরচ (পিএইচডি পর্যন্ত) আমি বহন করবো। এটা কোনো অনুদান হিসেবে নয়, তার মেধার স্বীকৃতি হিসেবে।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।