মে মাসের ১ তারিখে জাভা দ্বীপের ভোগোরে এমন একটি সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ এপ্রিল) জাকার্তায় প্রেসিডেন্ট কার্যালয়ে প্রেসিডেন্ট জোকো উইদোদোকে এই সম্মেলনের প্রস্তুতির অগ্রগতির বিষয়ে রিপোর্ট পেশ করেন তার বিশেষ দূত দিনা সামসুদ্দিন।
আন্তঃধর্মবিষয়ক ডায়লগ এবং অংশীদারিত্ব বিষয়ে প্রেসিডেন্টের বিশেষ দূত এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানান, ইন্দোনেশিয়া মধ্যপন্থী ইসলামকে প্রচার করবে যা বিশ্বের জন্য সহনশীল হবে।
প্রেসিডেন্ট জোকো উইদোদো ১ মে বোগোর প্যালেসে ওই সম্মেলনের উদ্বোধন করবেন।
ভাইস প্রেসিডেন্ট জোসুফ কালা ৩ মে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।
দিনা সামসুদ্দিন বলেন, ‘প্রেসিডেন্টের একজন রাষ্ট্রদূত হিসেবে এই আদেশ বাস্তবায়িত হবে। ’
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসলামি সংগঠন মুহাম্মাদিয়ার সাবেক সভাপতি দিনা সামসুদ্দিন বলেন, ইন্দোনেশিয়ায় মুসলমানদের এজেন্ডা হিসাবে আল-ওয়াসাতিয়াহ (সংযম) উন্নয়নের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে; যা হবে ইসলামের নীতির ওপর ভিত্তি করে।
-দ্য জাকার্তা পোস্ট অবলম্বনে
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এমএইউ/