ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

১৬ মাসে কোরআনের হাফেজ তুরস্কের প্রতিবন্ধী আকরাম

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
১৬ মাসে কোরআনের হাফেজ তুরস্কের প্রতিবন্ধী আকরাম ১৬ মাসে কোরআনের হাফেজ হয়েছেন তুরস্কের প্রতিবন্ধী আকরাম

মাত্র ১৬ মাসে কোরআনে কারিমের হাফেজ হয়ে এক অনন্য নজির স্থাপন করলেন তুরস্কের এক দৃষ্টি প্রতিবন্ধী যুবক আকরাম উচার।

১৪ বছর বয়সে তিনি তার দৃষ্টি শক্তি হারান। এখন তার বয়স ২৪।

সম্প্রতি তিনি ইরানের তেহরানে অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের নিয়ে আয়োজিত ৩য় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন।  

এর আগে তিনি কুয়েত ও আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।  

এমন সাফল্য অর্জনের প্রেক্ষিতে আকরাম উচার ইসলাম অনলাইনের সঙ্গে আলাপকালে বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোরআন প্রতিযোগিতার আয়োজন এটাই প্রমাণ করে যে, কোরআনের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ার জন্য সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করা সম্ভব।  

আকরাম উচার তুরস্কের আংকারার বাসিন্দা। ১৪ বছর বয়সে তিনি দৃষ্টি শক্তি হারান। এ প্রসঙ্গে তিনি বলেন, দৃষ্টি শক্তি হারানোর পর আমি চরম হতাশায় ভুগছিলাম। আমি একা একা থাকতাম। কারো সঙ্গে কথা বলতে ও মিশতে ভালো লাগতো না। এ সময় রেডিওতে কোরআন তেলাওয়াত শুনতাম, মনে অসম্ভব এক প্রশান্তি অনুভব হতো। পরে আমি ইচ্ছা করি কোরআন শেখার। এভাবে ১৫ বছর বয়সে পবিত্র কোরআনের সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে এবং এরপর থেকে আমার জীবনের নতুন সৌন্দর্যময় অধ্যায় শুরু হয়।

আমি বাসার পাশের একটি মাদরাসায় ভর্তি হই। পরে মাত্র ১৬ মাসে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হই। এ জন্য আমার শ্রদ্ধেয় শিক্ষক আহমাদ সারামকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার সাহস জোগানো, আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা আমাকে পথ চলতে সাহায্য করেছে।  

বর্তমানে তুরস্কের একটি মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালনের পাশাপাশি মাদরাসায় শিক্ষকতা করেছন আকরাম।  

-অন ইসলাম অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮ 
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।