ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

লাইলাতুল কদরে খুলনার মসজিদে মুসুল্লিদের ঢল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ১২, ২০১৮
লাইলাতুল কদরে খুলনার মসজিদে মুসুল্লিদের ঢল .

খুলনা: ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় পালিত হচ্ছে হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর। ইফতারের পর থেকেই মহানগরীর ধর্মপ্রাণ মুসুল্লিরা মসজিদে ইবাদতের জন্য ভিড় করতে শুরু করেন। 

মসজিদে মসজিদে খতমে তারাবী শেষে দেশ-জাতি ও উম্মাহর মঙ্গল কামনা করে দোয়া করা হয়েছে।  

**ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাজশাহীতে পালিত হচ্ছে শবে কদর

মঙ্গলবার (১২ জুন) এ রাত উপলক্ষে নগরীর মসজিদগুলোতে ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

 

রাতভর মুসুল্লিরা নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, জিকির, আসকার ওয়াজ ও দোয়া মাহফিলসহ এবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই রজনী পালন করছেন।

পবিত্র এ রাতে অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।  

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।