ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

অ্যাপসের মাধ্যমে ২৭ দিনে কুরআন শিখুন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
অ্যাপসের মাধ্যমে ২৭ দিনে কুরআন শিখুন ২৭ ঘণ্টায় কোনআর শিক্ষা/ছবি: সংগৃহীত

ঢাকা: নুরানী পদ্ধতিতে ২৭ দিনে কুরআন শিক্ষা? হ্যাঁ, এটা অসম্ভবের কিছু নয়। নুরানী পদ্ধতিতে যদি কেউ দৈনিক একঘণ্টা করে সময় দেন তাহলে ২৭ দিনে ২৭ ঘণ্টায় পবিত্র কুরআন শিখতে পারবেন। 

যুগের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে এজন্য অ্যাপস ও বই তৈরি করা হয়েছে।  

ফেসবুক ও ইউটিউব চ্যানেল-এ অ্যাকাউন্ট থেকেও বিনামূল্যে কুরআন শিখতে পারবেন।

 

অ্যাপসের প্রথমে ঢুকে প্রথম অধ্যায়ে বিভিন্ন হরফ টার্চ করলে হরফগুলো উচ্চারিত হবে।  

আল-কুরআন সহীহ শুদ্ধভাবে পড়ার জন্য বেশি বেশি প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই।

অ্যাপসটি যেভাবে পাবেন: প্রথমে অ্যান্ডোয়েড মোবাইলে play store- এ যেতে হবে। এরপর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে moinul hossain. এরপর অ্যাপসটি চলে আসবে। ‘Learn Bangla Quran in 27 Hours’ অ্যাপসটি ইনস্টল করতে হবে।

ফেসবুক লিংক: https://www.facebook.com/moinul.hossain.963/videos/10216648367786618/

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।