বুধবার (২২ আগস্ট) সকাল ৮টায় কেন্দ্রীয় শাহী জামে মসজিদে ঈদের জামাত শুরু হয়। এতে ঈমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ঈমাম মো. সালাহ উদ্দিন।
ঈদের জামাতে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র রফিকুল আলমসহ সর্বস্তরের মুসল্লিরা নামাজে অংশ নেন।
মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি ও পাহাড়ী বাঙালি যেনো মিলেমিশে বসবাস করতে পারে সে প্রার্থনা করেন। কোরবানির পশুর সঙ্গে মনের পশুত্বের কোরবানি দেওয়ার অনুরোধ জানিয়ে ঈদুল আজহা থেকে ত্যাগের মহিমার শিক্ষা গ্রহণের আহ্বান জানানো হয়।
এদিকে খাগড়াছড়ির অন্যান্য উপজেলাগুলোতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এডি/আরআইএস