ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ইসলাম

মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন কিরগিজস্তানে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, সেপ্টেম্বর ৩, ২০১৮
মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন কিরগিজস্তানে

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে উদ্বোধন করা হলো মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ। এটি ‘কেন্দ্রীয় ইমাম সেরাহসি মসজিদ’ নামে পরিচিত হচ্ছে।

অটোম্যান নকশা ও কারুকার্যে নির্মিত মসজিদটি
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান গত ১ সেপ্টেম্বর মসজিদটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে দুই দেশের আরও গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মসজিদটি অটোম্যান নকশা ও কারুকার্যে নির্মিত
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আশা করছি, এই মসজিদ কিরগিজস্তান ও তুর্কি জনগণের মধ্যে ইতিহাস-ঐতিহ্য, ভাষা, সভ্যতা-সংস্কৃতি, বিশ্বাস, চেতনাবোধ ও ভ্রাতৃত্বের স্মারক হয়ে থাকবে। পাশাপাশি মসজিদটি দুই দেশের মধ্যে একতা ও শান্তি আনবে। আমরা পৃথক রাষ্ট্র হলেও এক জাতি। সবকিছুর ওপরে আমরা মুসলিম উম্মাহ।

সম্মুখ থেকে দৃষ্টিনন্দন মসজিদটিমসজিদটিতে ৩৭ মিটার লম্বা গম্বুজ এবং ৪টি সুরম্য মিনার রয়েছে। আয়তন ৭ হাজার স্কয়ার মিটার। এখানে ২০ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন। অটোম্যান নকশা ও কারুকার্যে মসজিদটি তৈরিতে প্রায় ৬ বছর সময় লেগেছে।

সামনে থেকে দৃষ্টিনন্দন মসজিদ
মসজিদটি সামাজিক ও ধর্মীয় কমপ্লেক্স হিসেবে ব্যবহার করা হবে। এর প্রাঙ্গণে ধর্মীয় শিক্ষা প্রদানের ব্যবস্থা থাকবে।  

সুবিশাল ও দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণের যাবতীয় খরচ বহন করেছে তুরস্ক সরকার।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।