গত কয়েক বছরে ইস্টফেস্ট একটি বার্ষিক উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর পার্শ্ববর্তী দশটি দেশের রীতিনীতি এবং ঐতিহ্য ও সভ্যতা-সংস্কৃতি তুলে ধরা হয় এতে।
ইউক্রেনের শীর্ষস্থানীয় সংবাদ চ্যানেল ইউএটিভি জানায়, উৎসবে বিনোদনমূলক বিভিন্ন ইভেন্ট রাখা হয়। পাশাপাশি বালিকাদের হাতে শৈল্পিকভাবে মেহেদি রাঙানো, জাতিগত পোশাক-পরিচ্ছদ, জনপ্রিয় ফ্যাশন পর্যালোচনা ও তাতার বংশোদ্ভূত ক্রিমিয়ান শিশুদের ধর্মীয় গান প্যাসেজ ইত্যাদিও প্রদর্শিত হয়।
উৎসবের উদ্যোক্তারা জানান, ধর্ম-ভাষা, ঐতিহ্য-সংস্কৃতি এবং রীতিনীতিতে ভিন্নতা থাকলেও পারস্পরিক সংস্কৃতি ও ভাষা পর্যালোচনার মাধ্যমে সবাই একতাবদ্ধ হয়েছে। সবাই মিলেমিশে নিজ দেশের কল্যাণ ও উন্নতিতে অংশগ্রহণ করতে সহমত পোষণ করেছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এমজেএফ