ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

সৌদির দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন ওমরাহ যাত্রীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
সৌদির দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন ওমরাহ যাত্রীরা

ঢাকা: ওমরাহ যাত্রীরা সৌদি আরব কর্তৃপক্ষ অনুমোদিত ট্রাভেল অপারেটরের মাধ্যমে সে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে সরকার।

চলতি ২০১৯ সাল থেকে ওমরাহ যাত্রীরা সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন মর্মে সৌদি সরকারের পক্ষ থেকে অবহিত করা হয়েছে।  

রোববার (০৩ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, জেনারেল অথরিটি ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ ইন কিংডম অব সৌদি অ্যারাবিয়ার অনুমোদিত ট্রাভেল অপারেটরের মাধ্যমে এ ধরনের ভ্রমণ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।