ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

মাদারীপুরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
মাদারীপুরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি দেখা গেছে। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরে ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি দেখা গেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে জেলার সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী।

বক্তব্যে আল্লামা শাহ্ আহমদ শফী বলেন, ‘কাউকে কষ্ট দেবেন না, কারো দোষচর্চা করবেন না। সবাই নামাজ আদায় করবেন। নামাজ কাজা করবেন না। কাজা করে থাকলে আদায় করে দেবেন। এক ওয়ক্ত নামাজ কাজা করলে, দুই কোটি আটাশি হাজার বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। ’ এছাড়াও তিনি মানবজাতির কল্যাণে কাজ করতে নানা বিষয়ে উপদেশ দেন।

সম্মেলনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি দেখা গেছে।  ছবি: বাংলানিউজ

সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা ক্বারী বোরহান উদ্দিন খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, পৌর মেয়র খালিদ হোসেন।

আরো গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি রুহুল আমিন, বাহাদুরপুর এলাকার পীর সাহেব মাওলানা আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ মাদারীপুরের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।