উত্তর: বিড়াল পোষা জায়েজ। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিস শরিফে রাসুল (সা.) বলেন, ‘জনৈক মহিলাকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়।
এ হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিসবিশারদ হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, কুরতুবি (রহ.) বলেছেন, এ হাদিসের মাধ্যমে বিড়াল লালন-পালন বরা ও বিড়ালকে বেধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়। তবে বেধে রাখার ক্ষেত্রে পানাহার করানোর ব্যাপারটি লক্ষ্য করা জরুরি। (ফাতহুল বারি ৬/৪১২)
এছাড়া আরো কিছু হাদিস রয়েছে, যেগুলো থেকে বিড়াল পালা জায়েজ বলে প্রমাণিত হয়।
প্রশ্নটি করেছেন: আব্দুল্লাহ জুলফিকার, নাটোর
ইসলাম ও জীবনঘনিষ্ঠ কোনো বিষয়ে জানতে আপনিও প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এমএমইউ