ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

তুরস্কে কেরাত প্রতিযোগিতায় ‘মাক্বি বাংলাদেশ’র মানজুর ৫ম

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুন ১২, ২০১৯
তুরস্কে কেরাত প্রতিযোগিতায় ‘মাক্বি বাংলাদেশ’র মানজুর ৫ম প্রতিযোগিতায় ৫ম স্থান লাভ করেছেন মানজুর। ছবি: সংগৃহীত

ঢাকা: মাহাদুল ক্বিরাত বাংলাদেশ-এ অধ্যয়নরত ভারতের ক্বারি মানজুর আহমদ তুরস্কের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৫ম স্থান লাভ করেছেন। এর আগে ভারতে বাছাই পরীক্ষায় প্রথম স্থান লাভ করে তুরস্ক আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন ক্বারি মানজুর আহমদ।

পবিত্র রমজান মাসে হওয়া তুরস্কের আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় বিশ্বের ৮৬টি দেশের প্রতিযোগী প্রতিনিধিত্ব করেন। তাদের মধ্যে ‘মাহাদুল ক্বিরাত বাংলাদেশ’র ছাত্র ও ভারতের ক্বারি মানজুর আহমদ ৫ম স্থান লাভ করে সাফল্যের স্বাক্ষর রাখেন।

..

বাংলাদেশের বিশ্ববিখ্যাত ক্বারি শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী কর্তৃক পরিচালিত দেশের সর্বপ্রথম স্বতন্ত্র ইলমে কেরাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘মাহাদুল ক্বেরাত বাংলাদেশ’-এর বিদেশি ছাত্রদের মধ্যে অন্যতম ভারতের হাফেজ ক্বারি মো. মানজুর আহমাদ। তিনি দীর্ঘদিন ধরে এখানে অধ্যয়নরত আছেন।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুন ১২, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।