উত্তর: জানাজার নামাজে কখন হাত ছাড়বে এ বিষয়ে ফকিহগণ থেকে দুইটি মত পাওয়া যায়।
এক. চতুর্থ তাকবিরের পর উভয় হাত ছেড়ে দেবে।
দুই. উভয় দিকে সালাম ফেরানোর পর হাত ছাড়বে। দুইটি মতই শুদ্ধ। যে কোনোটির উপর আমল করা যেতে পারে।
আর তৃতীয় যে পদ্ধতির কথা উল্লেখ করেছেন, অর্থাৎ ডানদিকে সালাম ফিরিয়ে ডান হাত ছেড়ে দেওয়া এবং বাম দিকে সালাম ফিরিয়ে বাম হাত ছাড়া—এটি দলিলের নিরিখে সঠিক নয়।
সূত্র: খুলাসাতুল ফাতাওয়া: ১/২২৫; আস-সিআয়াহ: ২/১৫৯; রদ্দুল মুহতার: ১/৪৮৭; ইমদাদুল ফাতাওয়া: ১/৫০৩; কেফায়াতুল মুফতি: ৫/৩৫২
প্রশ্নটি করেছেন: আবুল কালাম, মুগদা, ঢাকা
ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা ও প্রশ্ন পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমএমইউ