ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সার্বিয়ায় ওসমানিদের ৪৪১ বছরের প্রাচীন ঝর্ণা ফের চালু

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
সার্বিয়ায় ওসমানিদের ৪৪১ বছরের প্রাচীন ঝর্ণা ফের চালু

ইউরোপের বিভিন্ন দেশে ওসমানি শাসক ও তাদের স্থাপত্যশৈলীর প্রচুর নিদর্শন রয়েছে। তন্মধ্যে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে তৈরি ৪৪১ বছরের একটি ঝর্ণা অন্যতম। ঝর্ণাটি বেলগ্রেডের কালেমেগডান দূর্গের অভ্যন্তরে অবস্থিত।

মঙ্গলবার (০৮ অক্টোবর) প্রাচীন ঝর্ণাটি পুনরায় চালু করা ঝর্ণাটি পুনরায় চালু করা হয়। তুর্কি ফার্স্ট লেডি আমিনা এরদোয়ান ঝর্ণাটি পুনরায় চালুকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তার সঙ্গে সার্বিয়ার ফার্স্ট লেডি তামারা ভুসিসও ছিলেন। তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম আনাতোলিয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে এমনটা জানা গেছে।

প্রসঙ্গত, ১৫৭৮ সালে তৎকালীন ওসমানি শাসনাধীন সার্বিয়ার বেলগ্রেডে ওসমানী গভর্নর সুকুল্লু মুহাম্মদ পাশা এ ঝর্ণা তৈরি করেন। ঝড়নাটি পুনরায় চালু করার সার্বিক উদ্যোগ নেন তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা)।

ইসলাম বিভাগে আপনিও লেখা-প্রশ্ন পাঠাতে পারেন। জীবনঘনিষ্ঠ প্রশ্ন ও লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।