এ সুউচ্চ ঝুলন্ত এই মসজিদের নির্মাণকাজ করছে মক্কা রিয়েল এস্টেট কোম্পানি। মসজিদটির কাজ শুরু হওয়ার বিষয়ে তারা অফিসিয়াল বক্তব্যও দিয়েছে।
হাই-টেক অ্যাকোস্টিক এবং অডিওভিজুয়াল সরঞ্জাম ব্যবহার করে মসজিদটিকে কাবা শরিফের পবিত্র মসজিদুল হারামের সঙ্গে সংযুক্ত করা হবে। এখান থেকে পবিত্র কাবা শরিফের ৫ ওয়াক্ত নামাজের দৃশ্য সরাসরি প্রত্যক্ষও করা যাবে।
মসজিদটির আয়তন হবে ৪০০ বর্গ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া। নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদের অর্ধেক অংশ ব্যবহার করবেন। এতে ২০০ জন মুসল্লি একসঙ্গে ও স্বাভাবিকভাবে নামাজ আদায় করতে পারবেন। আর বাকি অংশ অন্যান্য পরিসেবার জন্য ব্যবহার করা হবে।
ইসলাম বিভাগে আপনিও লেখা পাঠাতে পারেন। জীবনঘনিষ্ঠ প্রশ্ন ও লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এমএমইউ