ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ইসলাম

হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ঢাকা: রাজধানীর অফিসার্স ক্লাবে দিনব্যাপী হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। ২০২০ সালের হজ ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্ন করতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

 

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সদস্য মুজিবুল হাসান মাইজভান্ডারি এমপি, উপ-সচিব রহিমা আক্তার ও হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম প্রমুখ।  

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন আলেম, ওলামা, হজ এজেন্সির প্রতিনিধিসহ হজ সম্পর্কিত ব্যক্তিরা অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।