ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

যশোরে আঞ্চলিক ইজতেমার সমাপ্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
যশোরে আঞ্চলিক ইজতেমার সমাপ্তি

যশোর: যশোরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জোড় ইজতেমা।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে যশোর উপশহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের মত এ ইজতেমা শেষ হয়। আখেরি মোনাজাত পড়ান ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাওলানা আব্দুর রহমান।

লাখো মানুষ এবারের ইজতেমায় শরিক হন।  

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ গণ্যমান্যরা আখেরি মোনাজাতে অংশ নেন।  

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ জোড় ইজতেমায় যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়িসহ রাজশাহী বিভাগের সব জেলার মানুষ অংশ নেয়।  

সফল ও নিরাপদ পরিবেশে যশোরের জোড় ইজতেমা সমাপ্ত হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, কার্যালয়সহ সর্বস্তরের কর্মকর্তা ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছে ইজতেমা আয়োজক কমিটি।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯ 
ইউজি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।