ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

হজে গমনেচ্ছুদের জরুরিভিত্তিতে প্রাক-নিবন্ধনের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
হজে গমনেচ্ছুদের জরুরিভিত্তিতে প্রাক-নিবন্ধনের আহ্বান হজে গমনেচ্ছুরা

ঢাকা: ২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার ব্যক্তি হজে যেতে পারবেন।

রোববার (১২ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ২০২০ সালের হজের প্রাক-নিবন্ধন চলছে।

হজে গমনেচ্ছু ব্যক্তিদের জরুরিভিত্তিতে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের সব জেলা ও বিভাগীয় কার্যালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দোতলায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, আশকোনা হজ কার্যালয় এবং বাংলাদেশ সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৫২১ নম্বর কক্ষে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করা যাবে। হজযাত্রী নিজেও ওয়েবসাইট থেকে নিবন্ধন করতে পারবেন।

বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু ব্যক্তিদের পছন্দমতো হজ এজেন্সির কার্যালয়ে প্রাক-নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। প্রাক-নিবন্ধন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০৯৬০২৬৬৬৭০৭০ নম্বরে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।