ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

পোরশার বড় হুজুরের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
পোরশার বড় হুজুরের দাফন সম্পন্ন

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি ও আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া মাদরাসার মহাপরিচালক মাওলানা শরিফুদ্দিন শাহ্ চৌধুরীর (গেনা হুজুর) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।  

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদরাসা মাঠে কয়েক ধাপে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় নওগাঁ জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ জানাজায় অংশ নেন। বিকেলে বড় হুজুরকে মাদরাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

এদিকে হুজুরের মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শেষবারের মত দেখতে গিয়ে মন্ত্রী বলেন, মাওলানা শাহ্ শরিফুউদ্দিন চৌধুরি সবাইকে ভালোবাসতেন। তিনি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও পথপ্রদর্শক। তার চলে যাওয়া মাদরাসা তথা সকলের জন্য কষ্টদায়ক।

গতকাল মঙ্গলবার ১২ জানুয়ারি বিকেলে রাজশাহী সিডিএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।