ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

যেসব কারণে অজু ভেঙে যায়

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
যেসব কারণে অজু ভেঙে যায়

নিম্নে উল্লিখিত যেকোনো একটি বিষয় পাওয়া গেলে অজু ভেঙে যায়—

►   প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। (সুরা : মায়েদা, আয়াত : ৬)

►   হানাফি মাজহাব মতে, শরীরের কোনো স্থান থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে অজু ভেঙে যায়।

(দারাকুতনি, হাদিস : ৫৮১)

►   মুখ থেকে রক্ত বের হলে, যদি রক্তের পরিমাণ থুথু থেকে বেশি অথবা সমান হয়। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১/১২৫)

►   খানা, পানি, জমাটবদ্ধ রক্ত, পিত্ত ইত্যাদির বমি মুখ ভরে হওয়া। (তিরমিজি, হাদিস : ৮০, কিতাবুল আসার লি আবি ইউসুফ : ৩৪)

►   ঘুমিয়ে পড়লে। (আবু দাউদ, হাদিস : ১৭৫)

►   বেহুঁশ হয়ে গেলে। (বুখারি, হাদিস : ৬৪৬)

►   মাতাল হলে। (তিরমিজি, হাদিস : ৭২)

►   নেশাগ্রস্ত হলে। (প্রাগুক্ত)

►   জাগ্রত অবস্থায় বালেগ ব্যক্তি রুকু-সিজদাবিশিষ্ট নামাজে অট্টহাসি দিলে। (বুখারি : ১৬/৩১৫)। এসব কারণে অজু ভেঙে যায়।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।