ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

প্রিয় নবী মুহাম্মদ (সা.) ও ইবরাহিম (আ.) এর চেহারায় ছিল মিল

মুফতি মুহাম্মদ মর্তুজা  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
প্রিয় নবী মুহাম্মদ (সা.) ও ইবরাহিম (আ.) এর চেহারায় ছিল মিল

প্রিয় নবী (সা.) ছিলেন অত্যন্ত সুন্দর মানুষ। যাঁর সৌন্দর্যের কাছে আকাশের চাঁদও হার মানত।

আবদুল্লাহ ইবনে কাআব (রহ.) বলেন, ‘আমি আমার পিতা কাআব ইবনে মালিক (রা.)-কে তাঁর তাবুক যুদ্ধে না যাওয়ার ঘটনা বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে সালাম করলাম, খুশি ও আনন্দে তাঁর চেহারা ঝলমল করে উঠল। তাঁর চেহারা আনন্দে এমনই টগবগ করত, মনে হতো যেন চাঁদের একটি টুকরা। তাঁর মুখমণ্ডলের এ অবস্থা থেকে আমরা তা বুঝতে পারতাম। ’ (বুখারি, হাদিস : ৩৫৫৬)
অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) বলেন, ‘রাসুল (সা.)-এর দুই পা ছিল মাংসপূর্ণ। চেহারা ছিল সুন্দর। আমি তাঁর পরে তাঁর মতো কাউকে দেখিনি। ’ (বুখারি, হাদিস : ৫৯০৯)

সুবহানাল্লাহ! মহান আল্লাহ তাঁর প্রিয় হাবিবকে কত সুন্দর করেই না সৃষ্টি করেছেন। যে চোখ ঈমান অবস্থায় সেই চাঁদমুখ দেখেছে, সে চোখ কতই না সৌভাগ্যবান। তিনি ছিলেন মহান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। সৃষ্টিকুলে তাঁর চেয়ে প্রিয় আর কোনো মাখলুক নেই। তাই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সৌন্দর্য তাঁর মধ্যে পাওয়া যাওয়াই স্বাভাবিক। রাসুলের পরে মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী ছিলেন ইবরাহিম (আ.)। মহানবী (সা.)-এর একটি হাদিস দ্বারা জানা যায়, যে তাঁর চেহারা মুসলিম জাতির পিতা খলিলুল্লাহ ইবরাহিম (আ.)-এর সঙ্গে মিল ছিল, সুবহানাল্লাহ! জাবির (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে তিনি বলেন, ‘রাসুল (সা.) বলেছেন, মিরাজের রাতে আমার সম্মুখে নবীদের হাজির করা হয়। সে সময় মুসা (আ.)-কে আমি দেখলাম, তিনি যেন শানুআহ গোত্রের একজন পুরুষ। আমি ঈসা ইবনে মারিয়াম (আ.)-কেও লক্ষ করেছি, আমার দেখা লোকদের মাঝে তিনি উরওয়াহ ইবনে মাসউদের মতো। আমি ইবরাহিম (আ.)-কেও লক্ষ করেছি, আমার দেখা লোকদের মধ্যে তিনি তোমাদের বন্ধুর মতো, অর্থাৎ আমার মতো। জিবরাঈল (আ.)-কেও আমি লক্ষ করেছি, তিনি আমার দেখা লোকদের মধ্যে দিহয়া ইবনে খলিফা আল কালবির মতো। ’ (তিরমিজি, হাদিস : ৩৬৪৯)

সুবহানাল্লাহ! মহান আল্লাহ তাঁর উভয় নবীর ওপর অফুরন্ত রহমত অবতীর্ণ করুন। তাঁদের মর্যাদা আরো হাজার কোটি গুণ বৃদ্ধি করুন।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।