সোমবার (২২ জানুয়ারি) বেলা সকাল সাড়ে ১১টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় তিনি এ কথা বলেন। আগামী ১৫ ফেব্রুয়ারি দলের উদ্যোগে ঢাকায় সমাবেশ আয়োজনের বিষয়ে এ যৌথসভা ডাকা হয়।
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির সামনে আশার আলো এসেছে। জাতীয় পার্টির যে ৯ বছরে গুম-খুন হয়নি, মানুষ ওই সময়ে ফিরে যেতে চায়। ’
১৫ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় পার্টির সমাবেশ সবচেয়ে বড় আয়োজন হবে জানিয়ে এরশাদ বলেন, ১৫ তারিখের বাজেট পাঁচ কোটি টাকা। এ বাজেট সংগ্রহ করতে হবে। দেখাতে হবে জনগণ আমাদের প্রতি আকৃষ্ট। দূর-দূরান্ত থেকে মানুষ আসবে। লঞ্চ ভাড়া করতে হবে। বাস আসতে হবে, ট্রেন ভাড়া করতে পারবো।
অনেকে জাতীয় পার্টিকে গৃহপালিত দল মনে করে, এ মন্তব্য করে এরশাদ বলেন, ঘটনা ঘটে গেছে। কিছু করা যাবে না। আমার খারাপ লাগে। তবে জাতীয় পার্টির দিকে মানুষ চেয়ে আছে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এসএ/এইচএ