বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুল দিয়ে জাপায় যোগ দেন তিনি।
এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানা উপস্থিত ছিলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ আশা প্রকাশ করে বলেন, বিশিষ্ট শিল্পী শাফিন আহমেদ যোগ দেওয়ায় জাতীয় পার্টিতে আরো অনেক সাংস্কৃতিক কর্মী যোগ দিতে উদ্বুদ্ধ হবেন।
একাদশ নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে পার্টির চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনেই অংশ নিতে প্রস্তুতি আছে জাতীয় পার্টির। তবে বিএনপি নির্বাচনে এলে এক ধরনের পরিকল্পনা আর না এলে ভিন্ন পরিকল্পনা আছে।
এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন ব্যান্ড তারকা শাফিন। সেই দলের হয়ে গেলো সিটি নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি। তিনি ছিলেন দলটির উচ্চ পরিষদের সদস্য।
এর আগে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসে’র সঙ্গেও সম্পৃক্ত ছিলেন শাফিন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এমএ/