ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

জাতীয় পার্টির মুখপাত্র হলেন রুহুল আমিন হাওলাদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
জাতীয় পার্টির মুখপাত্র হলেন রুহুল আমিন হাওলাদার এবিএম রুহুল আমিন হাওলাদার/ফাইল ফটো

ঢাকা: জাতীয় পার্টির একমাত্র মুখপাত্র হিসেবে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। 

নির্দেশ মোতাবেক দলীয় নীতি ও সিদ্ধান্তের বিষয়াদি সম্পর্কে একমাত্র মহাসচিবই মিডিয়াকে অবহিত করা এবং মিডিয়ার কাছে বক্তব্য রাখার এখতিয়ার রাখবেন। মিডিয়াই দলীয় অন্য কারো বক্তব্য বা মন্তব্য তার নিজস্ব হিসেবে বিবেচিত হবে।

 

রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটেরও প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার সেই দায়িত্বও বহাল থাকবে।  

বুধবার (১৪ নভেম্বর ) সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বিষয়টি সাংবাদিকদের জানান।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।