বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট হাসপাতাল রোড এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের বিজয় হলে লালমনিরহাটকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলে যুবসমাজের কর্মক্ষেত্র সৃষ্টি করা হবে।
এক প্রশ্নের জবাবে জাপা’র কো-চেয়ারম্যান বলেন, ‘বিপক্ষ প্রার্থী আমাকে (কাদের) চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজ বলতে না পেয়ে বহিরাগত বলে প্রচারণার চেষ্টা করছেন, যা সঠিক নয়। আগামী দিনে ক্ষমতায় এলে সংসদের কাজ শেষে লালমনিরহাটের বাসায় থাকবো। বহিরাগত বলার কোনো সুযোগ নেই, আগামীতেও থাকবে না। ’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সারা দেশের মতো লালমনিরহাটেও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লালমনিরহাটবাসী আবারও মহাজোটের পক্ষে ভোট বিপ্লব ঘটাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ূন কবির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
জিপি