বুধবার (৮ জানুয়ারি) দুপুরে পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে পার্টির সিনিয়র-কো চেয়ারম্যান, কো-চেয়ারম্যানের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান এবং মহাসচিব প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, এসিড সন্ত্রাস রোধে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ফাঁসির বিধান নিশ্চিত করেছিলেন।
তিনি আরও বলেন, ধর্ষণ রোধেও কঠোর শস্তির বিধান নিশ্চিত করতে হবে। তবেই ধর্ষণের ঘটনা কমে যাবে।
এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে। জাতীয় নির্বাচনে অ্যালায়েন্স থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে কোনো অ্যালায়েন্স নেই। ইভিএমে নির্বাচন জেনেই জাতীয় পার্টি ঢাকা সিটি নির্বাচনে নেমেছে। তাই ইভিএমের বিরোধিতা করছি না আমরা।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি অত্যন্ত শক্তিশালী দল হিসেবেই প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করছে। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে জাতীয় পার্টি সংসদে ও রাজপথে জোরালো ভূমিকা রাখছে।
জাতীয় পার্টি মহাসচিব আজকের কো-চেয়ারম্যানদের বৈঠক প্রসঙ্গে বলেন, সভায় দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, সিটি নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গাইবান্ধার শূন্য আসনে উপ-নির্বাচন বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ আলোচনায় অংশ নেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি ও অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘন্টা, জানুয়ারি ০৮, ২০২০
এসএমএকে/এএটি