রোববার (১৫ মার্চ) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ২০ মার্চ সকাল থেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে কোরআন তেলোয়াত, মিলাদ মাহফিল এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকেল ৪টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়, কাকরাইল মিলনায়তনে হুসেইন মুহম্মদ এরশাদের জীবনী এবং কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এবং পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।
এছাড়া হুসেইন মুহম্মদ এরশাদের জন্মবার্ষিকীতে প্রতিটি মহানগর, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির প্রতিটি শাখা পর্যায়ে যথাযথ মর্যাদায় পল্লীবন্ধুর জন্মবার্ষিকী পালনে নির্দেশনা দিয়েছেন পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি। তবে করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রতিটি কর্মসূচি সীমিত জমায়েতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এসএমএকে/এবি