ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

‘যুব সংহতি সবসময় জাপার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
‘যুব সংহতি সবসময় জাপার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে’

ঢাকা: জাতীয় যুব সংহতি সবসময় জাতীয় পার্টির (জাপা) ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় যুব সংহতির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, তাৎপর্যপূর্ণ এ দিনে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিটি নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।

১৯৮৩ সালে এ দিনে সাবেক সফল রাষ্ট্র নায়ক এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির স্লোগানে জাতীয় যুব সংহতি প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায়, বিশ্ব এক মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি। যেকোনো সঙ্কটময় পরিস্থিতিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিলেন। তাই, আমরা তার আদর্শে আজীবন হতদরিদ্র্যের পাশে থাকবো। পাশে থাকবে যুব সংহতি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।