শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান বাস্তবতায় কিছু মানুষ জীবিকা হারিয়ে ফেলেছেন।
সরকারের পাশাপাশি রাজনৈতিক নেতা, এনজিও কর্মী, সমাজকর্মী যারা দুস্থ মানুষদের জন্য কাজ করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান জিএম কাদের।
তিনি বলেন, বর্তমান সংকটে কোভিড-১৯ মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন আমাদের চিকিৎসকরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের সেবা দিচ্ছেন। জাতীয় পার্টির ডাকে সাড়া দিয়ে বেশ কিছু চিকিৎসক টেলিমেডিসিন পদ্ধতিতে সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছেন। জাতীয় পার্টির হয়ে সাধারণ মানুষের পাশে থাকা চিকিৎসকদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, পবিত্র রমজান মাসে সবাই প্রার্থনা করুন। রহমত, বরকত ও নাজাতের উছিলায় আল্লাহ যেন আমাদের মহামারি থেকে হেফাজত করেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এসএমএকে/এইচএডি/