ঢাকা: মহান মে দিবস মানুষকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে ও শ্রমিক শ্রেণীর ওপর নির্যাতন, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মে দিবস উপলক্ষে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, নভেল করোনা ভাইরাস মোকাবিলা এখন সারা বিশ্বের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সবাই অজানা এই মহাশত্রুকে মোকাবিলায় ব্যাস্ত। প্রতি বছর আমরা নানা আয়োজনে মহান মে দিবস পালন করি। কিন্তু এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন। তাই কোনো আয়োজন ছাড়াই শ্রমিক শ্রেণীর স্বার্থে ঐক্যবদ্ধ হতে শপথ নিন। মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়, যারা শ্রমজীবি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে।
দ্রুত করোনা পরিস্থিতির অবসানের আশাবাদ ব্যক্ত করে জি এম কাদের আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই দূঃসময় বেশি দিন থাকবে না। প্রকৃতি আবারও স্বাভাবিক হবে, নিরাপদ হবে আমাদের প্রিয় পৃথিবী। যে কোনো পরিস্থিতিতে আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবো।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এসএমএকে/এইচজে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।