ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কিনবো গলার হার

বশির আহমদ জুয়েল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, এপ্রিল ২৩, ২০১২
কিনবো গলার হার

বৈশাখ এলো বৈশাখ এলো
রঙিন করে মুখ,
আলতা পায়ে লাল শাড়িতে
বুবুর মনে সুখ।

বুবু যাবে ঘুরতে মেলায়
সঙ্গে যাবে কে,
থাকলে জানা জলদি করে
আমায় বলে দে।



আমি যাবো বুবুর সাথে
কিনবো ঘোড়া ষাড়,
মাটির তৈরি হাড়ি পাতিল
কিনবো গলার হার।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।