ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন আমাদের মাঝে

সুমাইয়া বরকতউল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, জুলাই ২৪, ২০১২
হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন আমাদের মাঝে

হুমায়ূন আহমেদের মৃত্যুর খবর পেয়ে আমার মন খুব খারাপ হয়ে আছে। অনেক কষ্ট পাচ্ছি আমি।

আমার পরীক্ষা চলছে। মন খারাপ করে পরীক্ষা দিলাম।

হুমায়ূন আহমেদ আমার সবচেয়ে প্রিয় লেখক। তাঁর লেখা পড়ে আমি একা একা হাসতাম। তাঁর লেখা তো আমার সঙ্গে কথা বলে, দুষ্টুমি করে, মজা করে। কোনো কারণে আমার মন খারাপ হয়ে গেলে আমি তাঁর বই পড়ি। বইয়ের সঙ্গে কথা বলি, সত্যি সত্যি আমার মন ভালো হয়ে যায়।

তাঁর নাটক মানেই আনন্দ, হাসি আর রহস্য। এখন তাঁর জন্যেই মন ভীষণ খারাপ হয়ে আছে। তিনি বেঁচে থাকলেই তো আমাদের উপকার হতো বেশি। তিনি তো দিন-রাত লিখেছেন আমাদের জন্য। তাঁর লেখা পড়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। অনেক দুখের মাঝেও মনে শান্তি খুঁজে পেয়েছি।

হুমায়ূন আহমেদকে আমি কখনও চোখে দেখিনি, তবে মনে মনে দেখেছি। তাঁর লেখা যখন পড়ি তখনই তাঁর সাথে আমার দেখা  হয়ে যায়। তাঁর লেখা পড়তে গেলে মনে হয়, তিনি এই লেখাটা লিখেছেন আমার জন্য, আমার মতো করে। অনেক সরল-সহজ ভাষায় মজা করে লিখেছেন তিনি। তাঁর লেখার ঘটনার সাথে আমিও মিশে যাই। প্রথম ভালোবাসি তাঁর লেখাকে পরে আপনা আপনি ভালোবেসে ফেলি তাকে।

তাঁর লেখাগুলো যেমন আমার মনের মাঝে আছে তেমনি তিনিও আছেন আমার মনের ভেতরে। এখন লেখাগুলো আগের মতোই আছে। তবে তিনি চলে গেলেন। চলে গেলেও কোটি কোটি মানুষের মনে বেঁচে থাকবেন আমাদের প্রিয় লেখক হুমায়ূন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।