ঢাকা: ইচ্ছেঘুড়িতে শিশুরা তাদের মনের সব কথা লিখবে। লেখার পাশাপাশি তুলে ধরবে তাদের তোলা ও আঁকা ছবি।
শুক্রবার সকালে ইচ্ছেঘুড়ি আয়োজিত মতবিনিময় সভায় শিশুরা এসব কথা বলে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিশু শিক্ষার্থী উপস্থিত ছিল।
সভায় হলিক্রস হাই স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আনিকা ইবনাথ চৌধুরী বলে, বড়রা মনে করেন আমরা ছোটরা কিছু লিখতে পারি না। সংবাদপত্রগুলোতে শিশুদের আলাদা পাতা ও লেখার সুযোগ থাকা সত্ত্বেও আমাদের লেখা খুবই কম প্রকাশ হয়। আমরা চাই, ইচ্ছেঘুড়ি যেন শিশুদের লেখা গুরুত্ব সহকারে প্রকাশ করে।
বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী উম্মে হানি সুরভী বলেন, ইচ্ছেঘুড়িতে আমরা মজার মজার বিষয়গুলো বেশি দেখতে চাই। পাশাপাশি শিশুদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে খবর প্রকাশেরও দাবি জানাচ্ছি।
শিশুদের নানা ইচ্ছের কথাকে প্রাধান্য দিয়ে ইচ্ছেঘুড়ির সমন্বয়কারী আরিফুল ইসলাম আরমান বলেন, শিশুদের পাতা প্রকাশের প্রচলিত ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। ইচ্ছেঘুড়িতে শিশুদের লেখালেখি সবার আগে আমরা প্রকাশ করতে চাই। শিশুদের হাতে লেখা সংবাদও এখানে প্রকাশ করা হবে। ইচ্ছেঘুড়ির খুদে লেখকরা বিভিন্ন সামাজিক কাজেও অংশ নেবে।
সভায় শিশু শিক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবক, সংবাদকর্মী ও ইচ্ছেঘুড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় ১৬৪৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১০