ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমিই সেরা

ইমরুল ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, অক্টোবর ২৬, ২০১২
আমিই সেরা

একটি গরু একটি ছাগল
যুদ্ধে যখন নামলো
পথ চলতে অনেক মানুষ
ঠিক তখনই থামলো।

গরু বলে আমি সেরা
আমিই বেশি দামি
ছাগল বলে দামে, স্বাদে
আমি সবচে’ নামি।



গরু বলে আমি বড়
মোটা-তাজা ভারী
ছাগল বলে ‘বড়’ ‘ভার’এ
আমি কি তাই পারি?

আমি পারি বাজার মূল্যে
‘কেজি’ কিংবা ‘মন’এ
বিশ্বাস না করলে তুমি
লাইন লাগাও ফোনে।

এই নিয়ে তর্ক ভীষণ
বিরাট গরুর হাটে
কে সেরা এটি নিয়েই
ঘণ্টাখানেক কাটে।

এমন সময় র‌্যাব এলো
এলো ম্যালা পুলিশ
বললো তারা হাত উঁচিয়ে
একি কথা বলিস?

গরু ছাগল দুই-ই সেরা
দুই-ই সেরা দামে
তাই না হলে ক্রেতারাসব
দামটা শুনেই ঘামে?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।