ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মনটাও বেশ আনন্দে

সাইফ মাহদী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, নভেম্বর ৩, ২০১২
মনটাও বেশ আনন্দে

খেলতে এসো কানামাছি
খেলতে এসো গোল্লাছুট
হই হুল্লোড় চেচামেচি
আসবে না কেউ করতে লুট।

আসবে না কেউ লাঠি নিয়ে
বলবে না কেউ বন্ধ কর
খেলার মজা খেলায় খেলায়
অন্যকিছু অনেক পর।



আমরা যখন মত্ত খেলায়
মনটাও বেশ আনন্দে
ফুরফুরে ভাব, বেজায় খুশি
উড়তে পারি সানন্দে।

কানামাছি ভোঁ ভোঁ করে
আসছে তেড়ে আসলো ঐ
বউচি খেলার বউ হারালো
কই হারালো? ছুটলো কই?

চললো এবার ছুটোছুটি
আনন্দেরই সীমা নেই
সন্ধ্যা হলো, সব হারালো
মন বসালো পড়াতেই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।