ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জাবির পাখিমেলা: শিশুদের পাখির ছবি আঁকা প্রতিযোগিতা

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
জাবির পাখিমেলা: শিশুদের পাখির ছবি আঁকা প্রতিযোগিতা

জাবি: বর্ণাঢ্য সব আয়োজন আর পাখিপ্রেমীদের সরব উপস্থিতিতে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে পাখিমেলা ২০১৩। এবারের পাখিমেলায় শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আর তাইতো মেলায় শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয়েছিল পাখির ছবি আঁকা প্রতিযোগিতা।

এবারের পাখিমেলায় নার্সারি থেকে তৃতীয় শ্রেণী ‘ক’ গ্রুপ ও চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন স্কুলের প্রায় ৮০ জন প্রতিযোগী।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন মর্নিং গ্লোরী স্কুলের জান্নাতুল ফেরদৌস বর্ণালী, দ্বিতীয় স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের উম্মে হাবিবা প্রীতি ও তৃতীয় স্থান অধিকার করেন কলতান বিদ্যা নিকেতনের নাহরিন ইসলাম।

‘খ’ গ্রুপে প্রথম হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের রিজভী ইসলাম, দ্বিতীয় হন ফাতেমা ইসলাম মুনা ও তৃতীয় হন মর্নিং গ্লোরী স্কুলের কাজী মিনহাজুল ইসলাম।

পাখির ছবি আঁকার মাধ্যমে শিশুদের মধ্যে পাখি ও প্রাণী সংরক্ষণের মন মানসিকতা তৈরি হবে বলে জানান মেলার আয়োজকরা। এ জন্যই প্রতিবার পাখি মেলায় শিশুদের জন্য পাখির ছবি ‍অাঁকার প্রতিযোগিতা এই ইভেন্টটি রাখা হয়।  

মেলা উদ্বোধনকালে তথ্যমন্ত্রী হাসানুল হল ইনু শিশু কিশোরদের মাঝে পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ও কলেজ লেভেলে পাঠ্য বইয়ের পাখি সংরক্ষণে তথ্য রাখার কথাও বলেছেন।

মন্ত্রী বলেন, “শিক্ষার্থীরা যেন ছোট থেকে পাখি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জানতে পারে সেজন্য স্কুল ও কলেজ লেভেলে পাঠ্য বইয়ে পাখি সংরক্ষণে তথ্য রাখার প্রয়োজন। এভাবে আমাদের নতুন প্রজন্মকে পাখি ও প্রাণীর সঙ্গে পরিচয় করাতে পারলে পাখি সংরক্ষণ করা সম্ভব হবে। ”

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
ওয়ালিউল্লাহ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।