ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এলেবেলে ভূতুম নাথ

বুশরা ফারিজমা হুসাইন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মে ২৪, ২০১৩
এলেবেলে ভূতুম নাথ

ভূত বলে কিছু নেই
কে বলেছে ভাই?
অন্যরকম সন্ধ্যা এলেই
ভূতের কিচ্ছা চাই।

ভূতের নামটা `এলেবেলে`
নয়তো `ভূতুম নাথ`
ভয় দিয়ে না হাসি দিয়েই
করবে কুপোকাত।



কাদা মাখা হাতে আমার
কাদার ভূত বানাই
অন্যরকম রাত্রি এলে
ভূতকে আমার চাই!

কাদার ছিঁটে লাগবে বলে
পরিনা সাদা আর
কাদায়-ভূতে মিশে আমি
তাই হচ্ছি একাকার।

বাংলাদেশ সময়: ঘণ্টা, মে ২৪, ২০১৩
এএ[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।