তুমি যখন পড়ছো পড়া
খেলছো মজার খেলা,
মায়ের কাছে বাবার কাছে
বায়না ধরছো মেলা,
ঠিক তখনই তোমার মতো
কেউ সে কোনো প্রান্তে,
ইট-খোয়া যাচ্ছে ভেঙে
দু’মুঠো চাল আনতে।
বাসায় তোমার- তোমার মতোই
কেউ করছে কাজ-
তাকে ধমক দিচ্ছো তুমি
বলছ ফাঁকিবাজ।
তোমার সমান কেউ হয়তো
সারছে তোমার গাড়ি,
কেউ আবার কাজ খুঁজতে
ছুটছে বাড়ি বাড়ি।
আজকে ওদের পড়ার কথা
করার কথা খেলা,
অথচ ওরা খেতেই পায় না
পেটপুরে দুই বেলা।
এই বয়সে চাপলো কাঁধে
সংসারের ওই বোঝা,
সংগ্রাম করে বেঁচে থাকা
এতই বুঝি সোজা?
আমরা যতই গাই না কেন
দিনবদলের গান,
ওই শিশুদের ভাগ্য শুধুই
করে যায় অপমান।
একটিবারও কখনো কী
ভেবেছো তাদের কথা?
চলো না আমরা ভেঙে দিই এই
শিশুশ্রমের প্রথা।
ওই শিশুদের তোমার মতো
সমান অধিকার
ফিরিয়ে দেব-চলো করি
এমন অঙ্গীকার।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ১২, ২০১৩
এএ/ ‘ইচ্ছেঘুড়ি’ ঈদ আয়োজনের জন্য লেখা পাঠাও এখনই[email protected]