ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নীলফামারীতে শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ১২, ২০১৩

নীলফামারী: বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার এ প্রতিযোগিতার আয়োজন করে চাইল্ড লেবার এলিমিনেশন অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)।



দুপুরে শহরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার বেগম।

ক্লিন সভাপতি শাহ আহসান হাবিবের সভাপতিত্বে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম, ব্রিফ সমৃদ্ধি প্রকল্পের টিম লিডার পুরান চন্দ্র বর্মণ বক্তব্য রাখেন।

পরে শ্রমজীবী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ‘গৃহকর্মে শিশুশ্রম আর নয় স্কুলেই শিশুদের মানায়’ এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী বিভিন্ন আয়োজনে দিবসটি পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১২, ২০১৩
নুর আলম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।