ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিক্ষা ও গবেষণা

ভালো ছাত্রদের স্বাস্থ্য একটু ভালই হয়!

শিরিন ফারহানা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০
ভালো ছাত্রদের স্বাস্থ্য একটু ভালই হয়!

ক্লাসে ভালো ফল করা ছেলে বা মেয়েটি বাবা-মা’র কাছে খুবই আদরের। শিক্ষকের কাছেও প্রিয়।

আর সম্প্রতি এক গবেষণায় প্রমানিত হয়েছে,ভালো ফলাফল ছাত্রদের ভালো স্বাস্থ্যের অধিকারীও করে তোলে।

গবেষণায় জানা গেছে,ভালো স্বাস্থ্যের সঙ্গে শিক্ষার বিষয়টি জড়িত। মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার সার্বিক অবস্থা সারা জীবনের সুস্থ্যতার উপর প্রভাব ফেলে। ক্লাসের ফলাফলের সঙ্গে তাদের শারীরিক সুস্থতা,ব্যক্তিত্ব,মানিসকতা এমনকি পরবর্তী জীবনের সুস্বাস্থ্যের সম্পর্ক আছে।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন হাই স্কুল থেকে গত ৫৩ বছরে গ্রাজুয়েশন করে বের হওয়া দশ হাজারেরও বেশি ছাত্রের উপর এ গবেষণা পরিচালিত হয়। উইসকনসিন মেডিসিন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পামেলা হার্ড তার সহকর্মীদের নিয়ে এ গবেষণা করেন।

ভালো ছাত্ররা ভালো স্বাস্থ্যের অধিকারী হলেও অনেকক্ষেত্রে অভিভাবকদের কারণে এর ব্যতিক্রমও ঘটে।  কারণ পরীক্ষায় ভালো করতে ছেলে-মেয়েদের উপর যদি অভিভাবকরা অতিরিক্ত পড়ার চাপ তৈরি করেন,তবে স্বাস্থ্য ভালো হওয়ার বদলে খারাপ হওয়ার আশঙ্কাই বেশি!

সূত্র: টাইমসঅবইন্ডিয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।