ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাটি ভরা খাবার

শাহজাহান মোহাম্মদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, জুলাই ৩০, ২০১৩
বাটি ভরা খাবার

খাবার দিয়ে ভরা বাটি
খাবারগুলো খুবই খাঁটি
ডালে আছে আমের আঁটি
বিছিয়ে দাও শীতলপাটি।

মলা ঢেলা যদি খাবে
দৃষ্টি শক্তি ফিরে পাবে
পাট শাকের টকও খাবে
পেট ও মাথা ঠাণ্ডা পাবে।



করল ঘিমার চড়চড়ি
একটু হলে মন্দটা কী
শুঁটকি সিদল ভর্তা খাবে
মুখের রুচি ফিরে পাবে।

খেলে কচুর মুখি ও শাক
দূর হবে আয়রন অভাব
টমেটো সস একটু আচার
ভিটামিন সি ছোঁয়া যে তার।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।