ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রাজনীতিবিদরা কী আমাদের কথা ভাবেন?

কিন্নরী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৩
রাজনীতিবিদরা কী আমাদের কথা ভাবেন?

নভেম্বর মাস। সবার টানটান উত্তেজনা দুটি বিষয় নিয়ে-পড়াশুনা আর রাজনীতি।

রাজনৈতিক নেতারা আমাদের কথা, মানে আমরা যারা পরীক্ষা দেবো তাদের কথা কতোটা ভাবেন তা নিয়ে সন্দেহ আছে আমার। তারা আমাদের কথা না ভেবেই হরতাল দিয়ে দেন।

নভেম্বরে সবার বার্ষিক পরীক্ষা। এছাড়া জেএসি, পিএসসিসহ কতো পরীক্ষা। নির্বাচনের ভাবনাটাও আছে। স্কুলে আর বাসায় শুনছিলাম নির্বাচনের আগেই পরীক্ষাটা হয়ে যাবে। তাই পরীক্ষা নভেম্বরে শেষ হচ্ছে ভেবে নিয়েছিলাম। সেইমতো ঢাকার বাইরে বেড়াতে যাবার পরিকল্পনা করে ফেলেছিলাম। কিন্তু হরতালে সব স্বপ্ন, আনন্দ লাঠে উঠলো।

পরীক্ষা যে কখন শুরু হবে, আর কখন শেষ হবে তার কোনো ঠিক নেই। পরীক্ষা শেষ হলে আমরা নিশ্চিন্ত মনে সব করতে পারতাম।

কিন্তু হরতালের জন্য সব পরীক্ষা পিছিয়ে গেছে। আমরা স্কুলের বন্ধু ও ভাই-বোনরা শঙ্কায় আছি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। হরতালে রাজনৈতিক নেতা-নেত্রীদের কতোটুকু ক্ষতি হচ্ছে মেপে দেখি নি। কিন্তু আমাদের, মানে তাদের ভবিষ্যৎ নাগরিকদের যে অনেক ক্ষতি হচ্ছে তা কি ওনারা বুঝতে পারছেন?

কিন্নরী, ষষ্ঠ শ্রেণি, উদয়ন স্কুল।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এএ/এডিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।