সকাল বেলা চাঁদ উঠতো, রাতে সূর্যি মামা,
মানুষ গুলো খালি পায়ে, থাকত নাকো জামা।
ডাঙায় চড়ে মাছগুলো সব, জলে পাখির বাস,
আকাশে সব মাছ ওড়ে আর, বাঘমামা খায় ঘাস!
গাড়ি-ঘোড়ায় চড়ত প্রাণী, মানুষ চলত হেঁটে,
বৃক্ষরা সব চলার জন্য খুঁড়তো মাথা খেটে।
গ্রীষ্মকালে শীত পড়ত, শীতকালে খুব গরম,
নরম জিনিস শক্ত হত, শক্ত জিনিস নরম।
পায়ের নীচে জল থাকত, মাথার উপর মাটি,
সোনা-রূপা পিতল হতো, পিতল হতো খাঁটি।
মন্ডা-মিঠাই টক থাকত, তেঁতুল হতো মিষ্টি,
এক জনমই সবাই পেত , থাকত না আর সৃষ্টি।
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: [email protected]
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
এমএনএনকে/এএ/জিসিপি